avertisements 2

ঘুরতে আসা তরুণীর শ্লীলতাহানি, ভাইরাল ভিডিও দেখে অবশেষে মাঠে পুলিশ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৮:০৬ পিএম, ২৪ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৮:৫৮ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

কাশবনে ঘুরতে গিয়েছিলেন এক তরুণী। সেখানেই ছিনতাইকারী চক্রের কবলে পড়ে নির্যাতনের স্বীকার হন তিনি। ছিনতাইকারীরা জোর করে তরুণীর শ্লীলতাহানির চেষ্টা করেন। পাশপাশি টাকা পয়সাসহ প্রয়োজনীয় জিনিসপত্র হাতিয়ে নেন তারা। গতকাল বুধবার সকাল থেকে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিক নজরে আসে জেলা পুলিশের। এরপরই ছিনতাইকারী চক্রটিকে ধরতে মাঠে নেমেছে পুলিশের একাধিক টিম।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সদর মডেল থানা পুলিশকে বলা হয়েছে।’

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার পুনিয়াউট এলাকার কাশবনে ঘুরতে আসা এক তরুণীর সঙ্গে। এ সময় ছিনতাইকারীতে হাতে নির্যাতনের স্বীকার হয় সে। সেখানে তরুণীকে ৩/৪ জন ছেলে উত্ত্যক্ত করছে। ভ্যানিটি ব্যাগ থেকে টাকা নিয়ে যাচ্ছে। এই অবস্থায় তরুণীটি তাদের পায়ে ধরে বড় ভাই ডেকে কাকুতি মিনতি করছে। কিন্তু তারা মেয়েটির বোরকা খোলার চেষ্টা করছে। এই ভিডিও বুধবার সকাল থেকে ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এরপরই চারদিকে সমালোচনা আর প্রতিবাদে ঝড় উঠে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ জানায়, অভিযুক্ত চক্রের প্রধানের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। ছেলেটির নাম রাহিম, পিতা ধন মিয়া, দক্ষিণ পৈরতলা (আলগা বাড়ি)। রাহিম পেশায় একজন মোবাইল ফোন কোম্পানির সিম বিক্রেতা।

এই ব্যাপারে অভিযুক্ত রাহিমের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি উল্লেখ করে পুলিশ আরও জানায়, তার বাবা ধন মিয়া জানান, তার ছেলে নিয়মিত দোকান চালায়। এই ব্যাপারে তিনি কিছুই জানেন না।

জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, ‘পরিদর্শক (অপারেশন) ইশতিয়াক আহম্মেদ বিষয়টি দেখছেন। পুরো চক্রটি গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে।’

avertisements 2