avertisements 2

নাসির ভালো মানুষ, পরীমনিকেই দুষলেন হেলেনা জাহাঙ্গীর

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ জুন,সোমবার,২০২১ | আপডেট: ০২:২৫ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

সাম্প্রতিক সময়ে চিত্রনায়িকা পরীমনি ইস্যুতে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। শুরু থেকেই ঘটনার জন্য ব্যবসায়ী নাসির উদ্দিনকে দায়ী করা হচ্ছে। পরীমনির মা’মলায় তাকে-সহ পাঁচ জ;নকে গ্রে;;প্তা;রও করা হয়েছে। তবে কেউ কেউ আবার নাসির উদ্দিনের পক্ষেও কথা বলছেন। তেমনি একজন হলেন হেলেনা জাহাঙ্গীর।

সম্প্রতি ঢাকার উত্তরার বোট ক্লাবে ঘটে যাওয়া সেই ঘটনার জন্য নায়িকা পরীমনিকেই দো;ষারোপ কর;ছেন হেলেনা জাহাঙ্গীর। পাশাপাশি নাসির উদ্দিন একজন ভালো মানুষ বলে নিজের মত দিয়েছেন তিনি। 

আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মতো একজন মানুষ কিছুতেই প;রীম;নি;কে ধ;র্ষ;ণে;র চেষ্টা ক;র;তে পারেন না দাবি করে তিনি বলেন, ম;দ্য;প এই না;য়ি;কাকে শাস;ন ক;রতে চ;ড়-থা;প্পর দে;ও;য়া অ;ন্যা;য় নয়। হেলেনা জাহাঙ্গীর নিজে একজন নারী উদ্যোক্তা, ব্যবসায়ী, জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান এবং ওই বোট ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য।

নিজের আইপি টিভি জয়যাত্রা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পরীমনি ইস্যুতে দীর্ঘদিনের পরিচিত নাসির উদ্দিন মাহমুদ স’ম্পর্কে নিজের ব্যক্তিগত অ’ভিমত ব্যক্ত করেন তিনি।

নাসির উদ্দিনের গ্রে;প্তা;র প্রস;ঙ্গে তিনি বলেন, এখানে ইন;জাস্টিস হচ্ছে কি না- সেটা আম’রা জানি না। জাস্টিসের অ’পেক্ষায় আছি আম’রা। নাসির সাহেব উত্তরা ক্লাবের চার-পাঁচবারের নি;র্বাচিত প্রে;সিডেন্ট। আমি যত;গুলো ক্লা;বের সদস্য, উনিও ততগু;লো ক্লা;বের সঙ্গে ;আছেন।
 
আমি কোনো দিন উনার আচার-আচরণে খা;রাপ কিছু দেখিনি। অবশ্য এটা আ;মা’র ব্যক্তি;গত অ’ভি;মত। বোট ক্লাবের আ;মি ফাউ;ন্ডার মেম্বার। আমি ;ছয় নম্বর ;মে;ম্বার। পাশাপাশি আমি গু;লশান ক্লা;বের মেম্বার। আমা’র বাসায় নাসির ভাই এসে;ছেন, দাওয়াতও খেয়েছেন। উনার চো;খের নজর আমি কো;নোদিন খা’রাপ দে;খিনি, বলেন হেলেনা জাহাঙ্গীর।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2