avertisements 2

যশোরের থানা চত্বরে এক স্ত্রীকে নিয়ে দুই স্বামীর কাড়াকাড়ি!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ সেপ্টেম্বর,শনিবার,২০২৫ | আপডেট: ০৩:২১ পিএম, ২ অক্টোবর,বৃহস্পতিবার,২০২৫

Text

‘যশোরে এক নারীকে কেন্দ্র করে দুই স্বামীর প্রকাশ্য দ্বন্দ্বে থানা চত্বরে ঘটে গেল নাটকীয় দৃশ্য। ঘটনাটি দেখতে ভিড়ও জমাল বহু কৌতূহলী মানুষ। কেউ কেউ মন্তব্য করলেন ‘এ যেন বাস্তব জীবনের সিনেমা!’


মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে যশোর কোতোয়ালি থানা চত্বরে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে।

ফরিদপুরের কানাইপুর এলাকার বাসিন্দা বিকাশ অধিকারী দীর্ঘ ৩৬ বছর ধরে সীমা অধিকারীর সঙ্গে সংসার করছিলেন। তাদের দুই সন্তানেরও জন্ম হয়। কিন্তু সীমা সম্প্রতি ফরিদপুর সদরের বাসিন্দা পলাশ কুন্ডুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। শুধু তাই নয়, সীমা ঘর ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে পলাশকে বিয়ে করেন।


এরপর সোমবার রাতে সীমা ও পলাশ যশোর শহরের একটি হোটেলে অবস্থান নেন। খবর পেয়ে বিকাশ সেখানে হাজির হন। শুরু হয় ত্রিমুখী ঝামেলা, যা পরে গড়ায় থানায়। তিনজনের তর্ক-বিতর্ক এক সময় হাতাহাতিতেও রূপ নেয়।

দ্বিতীয় স্বামী পলাশের দাবি, সীমার সঙ্গে তার সম্পর্ক তিন বছরের পুরোনো এবং তারা স্বেচ্ছায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তিনি এখন স্ত্রীর সঙ্গে শান্তিপূর্ণভাবে সংসার করতে চান।

অন্যদিকে সীমার বক্তব্য, প্রথম স্বামী বিকাশের সংসারে তিনি বছরের পর বছর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। তাই পুরোনো সংসার ভেঙে নতুন জীবন শুরু করতে বাধ্য হয়েছেন। তার দৃঢ় ঘোষণা ‘আমি আর বিকাশের ঘরে ফিরবো না।’

প্রথম স্বামী বিকাশের অভিযোগ, সীমা শুধু সংসার ভাঙেননি; ঘর ছাড়ার সময় নগদ অর্থ ও অলংকারও নিয়ে গেছেন। তিনি সীমাকে ফেরত চাইছেন যেকোনো মূল্যে।

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল জানান, জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ হোটেল থেকে তিনজনকে থানায় নিয়ে আসে। থানায় মীমাংসা না হওয়ায় তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2