avertisements 2

মোবাইল ও ইন্টারনেট সেবাগ্রহণকারীদের জন্য সুখবর

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫ | আপডেট: ০১:৪২ এএম, ২৪ জানুয়ারী,শুক্রবার,২০২৫

Text


 

প্রতীকী ছবি


মোবাইলে সিমকার্ড ব্যবহার করে প্রদত্ত সেবা ও ইন্টারনেট সেবার ওপর নতুন করে আরোপিত সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। ফলে এই দুই খাতে ভোক্তাদের খরচ বৃদ্ধির যে দুশ্চিন্ত ছিল তা কমে গেল।

বুধবার (২২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রজ্ঞাপনের এ বিষয়ে বলা বলছে, দেশের চলমান ডিজিটাইজেশন কার্যক্রম অব্যাহত রাখা ও একটি আধুনিক আইটি জ্ঞানসম্পন্ন তরুণ প্রজন্ম বিনির্মাণে মোবাইল ফোনে সিমকার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে আইএসপি সেবার ওপর নতুন আরোপিত সম্পূরক শুল্কও। ফলে এ দুই খাতে ভোক্তাদের খরচ বৃদ্ধি পাবে না।

এর আগে গত ৯ জানুয়ারি অপারেটর ও গ্রাহকের আপত্তির মধ্যেই খরচ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট সরবরাহকারী কর্তৃপক্ষ। প্রথমবারের মতো ব্রডব্যান্ড সেবায় ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করে জাতীয় রাজস্ব বোর্ড। এ নির্দেশনা বাস্তবায়িত হলে ৫শ টাকার সংযোগে গ্রাহককে বাড়তি গুণতে হত অন্তত ৭৭ টাকা।

আর মোবাইল সেবায় অতিরিক্ত ৩ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করায় ১০০ টাকার রিচার্জে কর দিতে হতো ৫৬ টাকার বেশি। এতে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ মিলিয়ে ২৮ টাকা ১০ পয়সার পরিবর্তে দিতে হতো ২৯ টাকা ৮০ পয়সা। সবমিলিয়ে ১০০ টাকায় সরকার পেত ৫৬ টাকা ৩০ পয়সা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2