avertisements 2

‘দিনাজপুরে প্রার্থী ‘হলেন’ সাথী হিজড়া’

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ ডিসেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ০৮:১৫ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

দিনাজপুরের চিরিরবন্দরে আ’স’ন্ন ইউপি নির্বাচনে লড়াই করতে মনোনয়ন পত্র জ’মা দিয়েছেন সাথী সরকার নামে এক তৃতীয় লিঙ্গের প্রার্থী। তিনি বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে সংরক্ষিত নারী সদস্য পদে উপজেলা নির্বাচন ক’র্ম’ক’র্তা আব্দুল মালেকের কাছে মনোনয়নপত্র জমা দি’য়ে’ছে’ন।

জানা যায়, সাথী সরকার উপজেলার ৪ নম্বর ইসুবপুর ইউনিয়নের সং’র’ক্ষি’ত ৩ নম্বর (৭, ৮ ও ৯নং) ও’য়া’র্ডে মেম্বার পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি ৯ নম্বর ও’য়া’র্ডে’র বিন্নাকুড়ী গ্রামের বাসিন্দা।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তি’ন নম্বর ওয়ার্ডের অর্ধশত ভোটার উপস্থিত ছিলেন।মেম্বারপ্রার্থী সা’থী সরকার বলেন, আমরা সমাজের মানুষ। আল্লাহ আমাদের সৃ’ষ্টি করেছে মানুষ হিসেবে। এজন্য মানুষের হয়ে, মা’নু’ষে’র জন্য কিছু করতে চাই। 

কারও বোঝা নয়, সমাজের জন্য কিছু ক’র’তে চাই।নির্বাচনে কেন প্রার্থী হয়েছেন জানতে চাইলে তিনি ব’লে’ন, ‘একদিন আমি গান-বাজনা করে বাড়ি আ’সি। এসময় এলাকার কিছু মুরব্বি আমাকে বলেন, তুমি সমাজের জন্য কি’ছু করো। এসব গান-বাজনা আর করো না। 

এরপর থেকে আমি সমাজের জন্য কি’ছু করতে চাই। এলাকার লোকজন ও মু’র’ব্বি’রা আমাকে প্রার্থী হতে বলেন। আমি তাদের সাহসেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ক’র’ছি।’চিরিরবন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মা’লে’ক বলেন, উপজেলার সংরক্ষিত ৩ নম্বর ওয়ার্ডে তৃ’তী’য় লিঙ্গের একজন প্রার্থী হয়েছেন। তিনি সংরক্ষিত নারী মেম্বার প’দে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আগামী ৫ জানুয়ারি চিরিরবন্দর উ’প’জে’লা’র ১১টি ইউনিয়নে নির্বাচন

বিষয়:

আরও পড়ুন

avertisements 2