avertisements 2

বিয়ে বাড়িতে কনেকে ধর্ষণ! ভেঙে গেল বিয়ে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৮:১০ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

কনের বাড়িতে চলছিল বিয়ের আয়োজন। রাতে হবে বিয়ে। কিন্তু বিয়ের দিন সকালেই ধর্ষণের শিকার হন তরুণী। বিষয়টি জানাজানি হলে ভেঙে যায় বিয়ে। দিনাজপুরের পার্বতীপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনা রবিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে থানায় ধ'র্ষণের মামলা করেন ভু'ক্তভো'গী কনের মা। ধ'র্ষণের অভিযোগে আব্দুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে, ভু'ক্তভো'গী তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আব্দুর রহমান বাবলু প্রতিবেশী এক তরুণীকে রান্না করে দেওয়ার জন্য তার বাড়িতে ডেকে নিয়ে ধ'র্ষণ করেন। এ সময় তরুণীর চিৎকারে প্রতিবেশীরা এসে বাবলুকে আ'টক করে। তবে রাতেই ওই তরুণীর বিয়ে হওয়ার কথায় সারাদিন বিষয়টি চে'পে রাখার চেষ্টা করে ভু'ক্তভো'গী তরুণীর পরিবার। তবে বিয়ের আগেই বিষয়টি জানাজানি হওয়া বিয়ে ভে'ঙে যায়।

ভু'ক্তভোগী তরুণীর দাদা বলেন, শনিবার রাতে তার নাতনির বিয়ে হওয়ার কথা ছিল। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ধ'র্ষণের ঘটনা প্র'কাশ হওয়ায় বিয়ে ভে'ঙে গেছে। পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, রবিবার (১৯ সেপ্টেম্বর) ধ'র্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। এরই মধ্যে ধ'র্ষককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধ'র্ষণের কথা স্বীকার করেছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2