avertisements 2

গোলাপ পচে গেছে, আওয়ামী লীগে থাকার অধিকার নেই : ব্যারিস্টার সুমন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ জানুয়ারী, বুধবার,২০২৩ | আপডেট: ০৫:২৯ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আবদুস সোবহান মিয়ার (গোলাপ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে বাড়ি ও অর্থ পাচারের ঘটনার প্রসঙ্গ টেনে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, ‘গোলাপ পচে গেছে। তার আওয়ামী লীগে থাকার অধিকার নেই।’ তিনি বলেন, আবদুস সোবহান গোলাপ বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে বেইমানি করেছেন। আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী একটি দলের নেতৃত্বে থাকার কোনো অধিকার তার নেই।

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ফেসবুক লাইভে এসে ব্যারিস্টার সুমন এ মন্তব্য করেন। 

সুমন তাঁর লাইভের শুরুতে বলেন, ‘গোলাপ। গোলাপ কিন্তু যখন ভালো থাকে , তখন সুন্দর থাকে। কিন্তু এই গোলাপই যখন পচে যায়, তখন ড্রইং রুম থেকে বের করে বহুদূর নর্দমায় ফেলে আসতে হয়। আমি এমনই একজন গোলাপের কথা বলতে যাচ্ছি। তিনি হচ্ছেন আব্দুস সোবহান গোলাপ।’

এক পর্যায়ে সুমন বলেন, ‘তিনি (গোলাপ) আওয়ামী লীগের এমপি থাকা অবস্থায় নিউইয়র্কে বাড়ি কিনেছেন।’ পরে তিনি বলেন, ‘আবদুস সোবহান গোলাপ বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে বেইমানি করেছেন। আওয়ামী লীগের নেতৃত্বে থাকার কোনো অধিকার তার নেই।’

তথ্য অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক ‘অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট’ বা ওসিসিআরপি তাদের ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদন বলছে—ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য মো. আবদুস সোবহান মিয়া (গোলাপ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪০ লাখ ডলার ব্যয়ে একাধিক বাড়ি কিনেছেন। বিষয়টি নির্বাচনী হলফনামায় তিনি উল্লেখ করেননি।

মো. আবদুস সোবহান মিয়া ২০১৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের মনোনয়নে মাদারীপুর-৩ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। গত ডিসেম্বরে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দলের কেন্দ্রীয় কমিটিতে তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদকের পদ পান। তিনি দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদকও ছিলেন।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2