বাবার মৃত্যুতেও ছেলেকে প্যারোলে মুক্তি না দেওয়ায় ছাত্রদলের নিন্দা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ জানুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ০৫:৫৪ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। ছবি: সংগৃহীত
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সভাপতি মো. আব্দুর রহিম রনির বাবা মহসিন মোল্লা আজ শনিবার (১৪ জানুয়ারি) ভোরে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাবার জানাজায় অংশ নিতে রনির আইনজীবী প্যারেলে মুক্তির আবেদন করলে সে অনুমতি মেলেনি।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। একইসঙ্গে তাঁরা মহসিন মোল্লার আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি শোক ও সমবেদনা জানান।
নেতৃবৃন্দ বলেন, ‘আব্দুর রহিম রনি অবৈধ ফ্যাসিস্ট সরকারের কারাগারে অন্যায়ভাবে বন্দি। যথাযথ আইনানুসারে পিতার দাফনের জন্য প্যারোলের আবেদন করা সত্ত্বেও এই কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট শাসক এবং আজ্ঞাবহ অমানবিক প্রশাসন আব্দুর রহিম রনিকে তাঁর পিতার দাফনসহ শেষ বিদায়ে অংশ নিতে না দেওয়ার মাধ্যমে চরম মানবাধিকার বিরোধী চরিত্রেরই পুনরাবৃত্তি করেছে।’