avertisements 2

দেবর-ভাবি বসছেন একই মঞ্চে

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ জানুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ০৮:৪৪ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

নানা নাটকীয়তার পর আজ রবিবার জাপার ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একই মঞ্চে বসছেন দেবর-ভাবি। ১৯৮৬ সালের ১ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে গঠিত হয় জাপা। দিনটি উপলক্ষে সারাদেশে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনগুলো। মান-অভিমান ভুলে উভয় নেতা কাকরাইলে পার্টি অফিসের সামনে এক মঞ্চে বসছেন শুনে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সব মিলিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় পার্টির রাজনীতিতে আসছে নতুন মেরুকরণ। 

একসঙ্গে মিলেমিশে পার্টি চালাতে একমত পোষণ করছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি ও চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি। তারা দুজনেই  চান জাতীয় পার্টিতে আর যাতে ভাঙন না ধরে। এ প্রসঙ্গে জাপার মহাসচিব  মজিবুল হক চুন্নু জনকণ্ঠকে বলেন, আজ আমাদের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবর্ষিকী। অনেক চড়াই-উৎরাই ঘাত-প্রতিঘাতের মধ্যে জাতীয় পার্টি এগিয়ে যাচ্ছে। গত ৩২ বছর জাতীয় পাটি ক্ষমতায় নেই। অনেকে ভেবেছিলেন, এরশাদবিহীন জাতীয় পার্টি থাকবে কিনা! কিন্তু এখন প্রমাণ হয়েছে এরশাদের রেখে যাওয়া  আদর্শ এবং উন্নয়ন কাজের জন্য জাতীয় পার্টি টিকে আছে। আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার স্বপ্নœ দেখছে। 

এদিকে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুর দুইটায় কাকরাইলে পার্টি  অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপির সভাপতিত্বে অনুষ্ঠেয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন জাতীয় দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। সভায় উপস্থিত থাকবেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বক্তৃতা করবেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।

এ ছাড়া বেলা ২টায় রাজধানীর মুক্তাঙ্গন (সচিবালয় সংলগ্ন) থেকে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের হবে। শ্যামপুর- কদমতলী থানা জাতীয় পার্টির উদ্যোগে অনুষ্ঠেয় শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপি। বেলা ৩টায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। 

সাম্প্রতিক সময়ে জাতীয় পার্টিতে অস্থিরতা চলছিল। পার্টি থেকে বেশ কয়েকজন সিনয়র নেতাকে বাহিষ্কার, বিরোধীদলীয় নেতা উপনেতা করার জন্য স্পিকারের কাছে চিঠি এবং পার্টির কাউন্সিল করার উদ্যোগে দলটি ভাঙার উপক্রম হয়। নানা ঘটনার পর গত ১৩ ডিসেম্বর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এবং দলের চেয়ারম্যান জিএম কাদের। এ সময় রওশন এরশাদের ছেলে সাদ এরশাদও উপস্থিত ছিলেন। বৈঠকের পর জাপার উভয় গ্রুপ তাদের কর্মসূচি স্থগিত করে। পাশাপাশি তারা এক সঙ্গে কাজ করার ব্যাপারে একমত হন। দলের কাউন্সিল স্থগিত করা হয়েছে।

পাশাপাশি যাদের বহিষ্কার করা হয়েছে তাদের পার্টিতে ফিরিয়ে নেয়ার কথা হয়। জাপায় দেবর-ভাবির মধ্যে ঠা-া লড়াই অনেক আগে থেকেই চলে আসছিল। বিশেষ করে ২০১৪ সালের নির্বাচনে এই দূরত্ব বেড়ে যায়। ২০১৬ সালের জানুয়ারি মাসে জিএম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান ঘোষণা করেছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ। পরে রওশনপন্থিদের চাপের মুখে রওশন এরশাদকে সিনিয়র কো-চেয়ারম্যান ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন। এরপর ২০১৮ সালে যখন জিএম কাদেরকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন তখন রওশনপন্থিদের চাপের মুখে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন এরশাদ। পরে রংপুরের নেতাদের আন্দোলনের মুখে ছোট ভাই জিএম কাদেরকে দ্বিতীয় দফায় ভারপ্রাপ্ত ও ভবিষ্যৎ চেয়ারম্যান ঘোষণা করেন তিনি।

 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2