avertisements 2

নিজ কেন্দ্রেই হেরে গেলেন নৌকার প্রার্থী ডালিয়া

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ ডিসেম্বর, বুধবার,২০২২ | আপডেট: ০৯:৪৪ পিএম, ১৯ মে,রবিবার,২০২৪

Text

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নিজ কেন্দ্রে প্রাপ্ত ভোটের ফলাফলে হেরে গেছেন আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তার প্রাপ্ত ভোট ৯২। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙ্গল প্রতীকে পেয়েছে ১৬৬ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান মিলন হাতী প্রতীকে পেয়েছেন ১৪৪ ভোট।

লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শাহ আলম মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছেন। সর্বশেষ এখন পর্যন্ত ১৫০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ফলাফলে এখন পর্যন্ত ৯০৫৫৩ ভোট পেয়ে এগিয়ে আছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙল)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাত পাখা মার্কার মো. আমিরুজ্জামান পেয়েছেন ৩২০৭২ ভোট।

আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া (নৌকা) পেয়েছেন ১৪৮৯৪ ভোট। আর হাতি মার্কার প্রার্থী মো. লতিফুর রহমান পেয়েছেন ২১১৯৫ ভোট।

এদিকে, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের উপস্থিতি সন্তোষজনক জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল বলেছেন, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করছি। ট্যাবের মাধ্যমে কক্ষে কক্ষে মনিটরিং করছি। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সুন্দরভাবে নির্বাচনটা পর্যবেক্ষণ করছি।

মেয়র পদে জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) শফিয়ার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মণ্ডল রাজু, জাকের পার্টির খোরশেদ আলম খোকন, বাংলাদেশ কংগ্রেস পার্টির আবু রায়হান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেহেদী হাসান বনি ও লতিফুর রহমান মিলন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রংপুর সিটি করর্পোরেশনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ৪৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১২ হাজার ৩০২ এবং নারী ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার একজন। ২২৯টি কেন্দ্রের বুথ সংখ্যা ১ হাজার ৩৪৯টি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2