avertisements 2

‘খেলা হবে’ কোনো রাজনৈতিক স্লোগান হতে পারে না: তোফায়েল আহমেদ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ ডিসেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০১:১৩ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। ফাইল ছবি

দেশের রাজনীতিতে বহুল চর্চিত ‘খেলা হবে’ কথাটি কোনো রাজনৈতিক স্লোগানটি হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘হয়তো কেউ অসন্তুষ্ট হতে পারেন, আমার বিবেক বলে, এই স্লোগানটা এইভাবে না দেওয়া উচিত।’ 

আজ শনিবার বঙ্গবন্ধু ২৩ অ্যাভিনিউতে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির ৮৪ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তোফায়েল আহমেদ।

তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা আজকাল একটা স্লোগান বের করেছি—খেলা হবে, খেলা হবে। আমার দৃষ্টিতে এটা রাজনৈতিক স্লোগান না। এটা রাজনৈতিক স্লোগান হতে পারে না। রাজনৈতিক মারপ্যাঁচ হবে, রাজনৈতিকভাবে আমরা বক্তব্য আমি দেব। কী একটা কথা, শুনতেও ভালো শোনা যায় না!’ 

বছর ছয়েক আগে নারায়ণগঞ্জের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমান তাঁর ভাষণে বলেন, ‘খেলা হবে’। ২ মিনিট ১১ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, শামীম ওসমান তিনবার বলেছেন, ‘খেলা হবে’। ‘আমরা খেলব’ কথাটিও এসেছে কয়েকবার। এই ‘খেলা হবে’ পরে ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতেও জনপ্রিয় স্লোগানে পরিণত হয়। স্লোগানটি এখন ঢাকার রাজনীতিতেও এসে গেল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের টানা দুই মাস ধরেই বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্যে ‘খেলা হবে’ কথাটি ব্যবহার করছেন। 

জাতীয় সংসদে এ স্লোগানের সমালোচনা করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ। পরে এর উত্তরও দেন ওবায়দুল কাদের। এখন তিনি প্রায় প্রতিদিন আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে এ স্লোগান দিচ্ছেন।

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2