avertisements 2

উপজেলা বিএনপির সভাপতিই এবার আ.লীগের সভাপতি হলেন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ০১:১৩ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

আদিতমারী উপজেলা আওয়ামী লীগের নতুন সভাপতি মোহম্মদ আলী (বায়ে) ও সাধারণ সম্পাদক রফিকুল আলম। ছবি: সংগৃহীত
 

লালমনিরহাটের আদিতমারীতে উপজেলা বিএনপির সাবেক সভাপতিকেই আওয়ামী লীগের সভাপতি করে নতুন কমিটির অনুমোদন দিয়েছেন জেলার নেতারা। দীর্ঘ ১০ বছর পর গত ৮ অক্টোবর আদিতমারী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সেই সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি হিসেবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলীর নাম প্রস্তাব করে জেলা কমিটি। এ ছাড়া সাবেক ছাত্রদল নেতা মো. রফিকুল আলমের নামও সাধারণ সম্পাদক হিসেবে প্রস্তাব করা হয়।

শনিবার বেলা ১১টার দিকে জেলা আওয়ামী লীগের মাসিক সভায় মোহাম্মদ আলীকে সভাপতি এবং রফিকুল আলমকে সাধারণ সম্পাদক করেই আদিতমারী উপজেলা আওয়ামী লীগের কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

এর আগে, ৮ অক্টোবর আদিতমারী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের দিন কমিটি ঘোষণা না করেই চলে গিয়েছিলেন কেন্দ্রীয় নেতারা। ওই দিন রাত ৪টা পর্যন্ত কমিটি ঘোষণাকে কেন্দ্র করে চলে নানা জল্পনা-কল্পনা।

একপর্যায়ে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে কমিটি ঘোষণা করা হবে জানিয়ে সম্মেলনের প্রধান অতিথি ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক লালমনিরহাট ত্যাগ করেন।

এদিকে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মাহমুদ ওমর চিশতীকে উপজেলার সাধারণ সম্পাদক না করায় তৃণমূল পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন দলটির একাধিক স্থানীয় নেতা-কর্মী।

নাম প্রকাশ না করে তারা জানান, ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আদিতমারী উপজেলা বিএনপির সভাপতি ছিলেন মোহাম্মদ আলী। এ ছাড়া সাধারণ সম্পাদক হওয়া রফিকুল আলমকে ১৯৮৭ ও '৮৮ সালের তুখোড় ছাত্রদল নেতা হিসেবে আখ্যায়িত করেন তারা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2