আইএমএফের ঋণ পেয়ে সরকার ডুগডুগি বাজাচ্ছে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ নভেম্বর,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:১৩ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার আইএমএফের কাছ থেকে ঋণ পেয়ে ডুগডুগি বাজাচ্ছে। কিছুদিন আগে অর্থমন্ত্রী বলেছেন, আইএমএফের ঋণ আমাদের দরকার নেই। এখন আবার ঋণ নিয়েছেন। এ টাকা কোথায় খরচ করবেন তা জনগণ জানতে চায়।
বৃহস্পতিবার নয়াপল্টনে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ঋণ শোধ করবেন কী করে? ইতোমধ্যে তো রিজার্ভ খালি হয়েছে। পরিশোধ করা অনেক কঠিন হবে। এই ঋণ নেওয়ার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, সরকার আইএমএফ থেকে ঋণ নিচ্ছে কেন? চুরি-দুর্নীতি করে সব সাফ করে দিয়েছে। হাজার হাজার কোটি টাকা পাচার করেছে।
বিএনপি মহাসচিব বলেন, বিদ্যুতের নামে আপনারা অর্থ পাচার করেছেন। সেই টাকায় বিদ্যুতের অন্যতম ব্যবসায়ী এখন সিঙ্গাপুরের অন্যতম ধনী। দেশে টাকা রাখছে না। কানাডায় বেগম পাড়া হয়েছে, মালয়েশিয়ায় সেকেন্ড হোম হয়েছে। সব জায়গায় দেশ থেকে টাকা পাচার হয়ে যাচ্ছে। হুন্ডি করে বিভিন্ন দেশে অর্থ পাঠিয়ে সম্পদ গড়া হচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগের মূল লক্ষ্য হচ্ছে দুর্নীতি ও চুরি করা, দেশকে ফোকলা করে দেওয়া। আশপাশে তাকালে দেখবেন আওয়ামী লীগের পাতি নেতার দাপটেও থাকা যায় না। যার পায়ে আগে স্যান্ডেল থাকত না, এখন তার পাঁচতলা বাড়ি হয়ে গেছে।
সরকার সমর্থক 'মায়ের কান্না' সংগঠন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে আপনারা এখন নতুন সব ফন্দি-ফিকির বের করছেন। আমাদের গুম হওয়া পরিবারগুলোর একটা সংগঠন আছে 'মায়ের ডাক'। এখন ওটার একটা পাল্টা তারা তৈরি করেছে 'মায়ের কান্না'।
তিনি বলেন, '৭৫ সালে সিপাহী-জনতার বিপ্লবের সময়ে কারা কারা না কি মারা গিয়েছিলো, তাদের পরিবার এতদিন পরে উদয় হয়েছে। তারা কী দাবি করছেন, শহীদ জিয়া নাকি মানুষকে হত্যা করেছেন। সেজন্য নাকি তারা তার কবর সেখান থেকে সরিয়ে দিতে চায়। বিএনপি মহাসচিব বলেন, এটাকে হালকাভাবে নেবেন না। এটা একটা অত্যন্ত সুদূরপ্রসারী চক্রান্ত।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে গ্রেতফারি পরোয়ানা জারির প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এ সমাবেশ করে। স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসকে জিলানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিব আহসানের সঞ্চালনায় সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, মীর সরাফত আলী সপু, মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভঁইয়া জুয়েল, যুবদলের সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতা ইশরাক হোসেন, স্বেচ্ছাসেবক দলের ইয়াছিন আলী, নাজমুল হাসান প্রমুখ বক্তব্য দেন।