avertisements 2

যুবলীগের মহাসমাবেশ ঘিরে ফের সক্রিয় সম্রাট!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ নভেম্বর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:০৭ এএম, ১১ মে,শনিবার,২০২৪

Text

যুবলীগের প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ১১ নভেম্বর ডাকা যুব মহাসমাবেশকে ঘিরে আবারও সক্রিয় হয়ে উঠেছেন সংগঠনের বহিস্কৃৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় ফেস্টুন টানিয়ে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন তিনি।

গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে অধিকাংশ রাস্তার মোড়ে সম্রাটের এ ফেস্টুন দেখা যায়। নিজের নাম দিয়ে টুপি-গেঞ্জি তৈরি করে কর্মী-সমর্থকদের নিয়ে মহাসমাবেশে উপস্থিত থাকবেন এক সময়ের আলোচিত এ নেতা- এমনটিও গুঞ্জন রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর দক্ষিণ যুবলীগের এক নেতা জানান, যুব মহাসমাবেশকে কেন্দ্র করে জেল থেকে মুক্তির পর রাজনীতিতে নিজের উপস্থিতি জানান দিতে প্রস্তুতি শুরু করেছেন ইসমাইল চৌধুরী সম্রাট। এ যুব মহাসমাবেশে বিশাল শোডাউন দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নজর কাড়ার চেষ্টা করবেন তিনি।

১১ নভেম্বর ১০ লাখের বেশি যুবকের সমাগম ঘটিয়ে মহাসমাবেশকে স্মরণকালের বৃহৎ জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দেশের বৃহত্তম যুব সংগঠন যুবলীগ। সমাবেশ ঘিরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানকে বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হচ্ছে। নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন সুবিশাল প্যান্ডেল। এছাড়া পুরো ঢাকা শহরের প্রধান প্রধান সড়কের পাশে জাতীয় পতাকার পাশাপাশি যুবলীগের পতাকা দিয়েও সাজানো হয়েছে বর্ণাঢ্য রূপে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় এই যুব মহাসমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2