বর্তমান সরকার লুটেরা ও দুর্ভিক্ষের সরকার: মির্জা আব্বাস
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:১৯ পিএম, ২০ জানুয়ারী,মঙ্গলবার,২০২৬
বর্তমান সরকার লুটেরা ও দুর্ভিক্ষের সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (১ নভেম্বর) সকালে টাঙ্গাইল জেলা বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
এ সময় মির্জা আব্বাস বলেন, দেশে দুর্ভিক্ষ আসার আগেই জনগণ সরকারের পতন ঘটাবে। বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, শুধুমাত্র নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এর বিকল্প নেই। সরকার পতন আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান মির্জা আব্বাস।





