avertisements 2

তারেক ও জোবায়দার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ নভেম্বর, বুধবার,২০২২ | আপডেট: ০১:১৩ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

দুদকের মামলায় তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধেগ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। মঙ্গলবার, ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানেরআদালত তাদের বিরুদ্ধে আনা অভিযোগপত্র আমলে নিয়ে এই আদেশ দেন।

সেইসঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য পাঁচ জানুয়ারি দিন ঠিক করেছেন।দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এসব কথা জানান।

ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবংসম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বররাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক।

মামলায় তারেক রহমান, জোবায়দা রহমান ও তার মা অর্থাৎ তারেক রহমানেরশাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। ২০০৮ সালে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলকরা হয়। এরপরই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন জোবায়দা।

ওই বছরই এই আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার কার্যক্রম স্থগিত করে রুলজারি করেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করলে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন। এ সংক্রান্ত চূড়ান্ত শুনানি শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল হাইকোর্ট জোবায়দারকরা মামলা বাতিলের আবেদন খারিজ করে রায় দেন।

একই সঙ্গে ওই মামলায় আট সপ্তাহের মধ্যে জোবায়দাকে বিচারিক আদালতে উপস্থিতহতে নির্দেশ দেয়া হয়। উচ্চ আদালতের এ আদেশের বিরুদ্ধে ওই বছরই আপিল করেন জোবায়দা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2