‘কোনো বাধা-ষড়যন্ত্রই খুলনায় বিএনপির সমাবেশ রুখতে পারবে না’
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ অক্টোবর,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০২:০২ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে দুইদিন আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। সমিতির এই সিদ্ধান্তে ক্ষুব্ধ সেখানকার বিএনপি নেতাকর্মীরা। তারা বলছেন, ‘কোনো বাধা-ষড়যন্ত্রই আমাদের সমাবেশ বানচাল করা যাবে না’
মঙ্গলবার রাতে খুলনা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন যৌথভাবে ধর্মঘটে এ সিদ্ধান্ত নেয়। এরই পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে দলীয় অফিসে খুলনা মহানগর ও জেলা বিএনপির তরফ থেকে এক প্রেস ব্রিফিংয়ে এই প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ সময় খুলনার বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, ‘খুলনার বিভিন্ন উপজেলা এবং খুলনা বিভাগের ১০ জেলা থেকে সমাবেশে নেতাকর্মীদের আসা বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ তবে তাদের দাবি- কোনো বাধা-ষড়যন্ত্রই এই সমাবেশ বানচাল করা যাবে না।
নেতারা গণতন্ত্রের স্বার্থে হরতাল-ধর্মঘট প্রত্যাহার করে রাজনৈতিক কর্মসূচি ও সমাবেশ সফল করতে কর্তৃপক্ষকে সহযোগিতার আহ্বান জানান। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও খুলনা নগর ও জেলা কমিটির নেতৃবৃন্দ।
অপরদিকে বাস চলাচল বন্ধ রাখার বিষয়ে খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন বিপ্লব বলেন, ‘আগামী ২১ ও ২২ অক্টোবর খুলনা থেকে সকল বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাস মালিক সমিতি এই সিদ্ধান্ত নিয়েছে, শ্রমিক ইউনিয়ন তাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে।’
সূত্র জানায়, খুলনা থেকে প্রতিদিন গড়ে প্রায় ১২ শ’ বাস দেশের ১৮টি রুটে চলাচল করে।উল্লেখ্য, আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। ওই দিন দুপুরে নগরীর ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।