রাজনীতিবিদদের নামে ফেসবুক খুলে প্রতারণা, যুবক গ্রেফতার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:৪৫ এএম, ১ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ০১:০১ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
রাজনীতিবিদদের নামে ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। সোমবার নগরের পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকার তারেক টেলিকম নামে একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. ফরহাদ (২৩) নোয়াখালী জেলার সেনবাগ থানার খাজুরিয়া গ্রামের মো. আবু হাসানের ছেলে। তার কাছ থেকে জাল পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও ভিসা উদ্ধার করা হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান বলেন, দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের নামে ফেসবুক আইডি খুলে প্রতারণার করে আসছিল ফরহাদ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে বিপুল পরিমাণ জাল জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ভিসা উদ্ধার করা হয়েছে।
মাশকুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে প্রতারণা ও জালিয়াতির করে আসছে বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়েছে।