ছেলে সামলাও না হলে এমপি গিরি ছাড়ো: ওবায়দুল কাদের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৩৮ এএম, ৩১ অক্টোবর,শনিবার,২০২০ | আপডেট: ১২:০৯ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আওয়ামী লীগের নেতা, এমপি, জনপ্রতিনিধিদের পুত্রদের সামলানোর নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের একাধিক এমপির পুত্রের বি’রু’দ্ধে নানা রকম অভি’যোগ আছে।
এসব অভি’যো’গের ব্যাপারে আইন শৃংখলা বাহিনী তদ’ন্ত শুরু করেছে বলে জানা গেছে। ইরফান সেলিমের ঘটনার পর অন্তত ১৫ জন এমপি পুত্র গো’য়ে’ন্দা নজরদারীতে আছেন বলে জানা গেছে। এদের মধ্যে অন্তত ৫ জন গ্রে’প্তার আ’তং’কে ভুগছেন।
আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের আজ এক এমপিকে বলেছেন ‘ছেলে সামলাও না হলে এমপি গিরি ছাড়ো। ছেলের জন্য তোমার বদ’নাম হবে। ছেলেকে বাঁচাতে পারবে না, তুমিও বাঁচতে পারবে না।’
ইরফান সেলি’মের ঘটনার পর আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একাধিকবার কথা হয়েছে আওয়ামী লীগের সাধারন সম্পাদকের। জানা গেছে অন্যান্য সাংগঠনিক বিষয়ের পাশাপাশি এমপি এবং তাদের ভাই এবং পুত্রদের নিয়েও কথা হয়েছে।
আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেছেন, প্রধানমন্ত্রী সব জানেন। কার ছেলে কোথায় কি করে। এদের সংখ্যা খুব কম। হাতে গোনা ৫/৬ জন। অথচ এদের কারনে দল এবং সরকার বি’ব্র’ত হয়।
জানা গেছে, কয়েকজন এমপি পুত্রের বিরু’দ্ধে সুনি’র্দিষ্ট অভি’যোগ আছে। সরকারের পক্ষ থেকে দ্রুত এই অভি’যোগ তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। এসব অভি’যোগ সত্যি হলে তাদের আইনের আওতায় আনা হবে। কয়েকজন এমপির পুত্রের বি’রু’দ্ধে সু’নির্দিষ্ট অভিযোগ নেই, কিন্তু এরা উশৃংখল জীবন যাপন করে, বিভিন্ন স্থানে ক্ষমতার দা’পট দেখায়। এদের সাবধান করে দেয়া হয়েছে।
আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন ‘ক্ষমতাসীন দলের নেতা এবং এমপিদের দৌরাত্ম শুরু হয় ২০০১ সাল থেকে। এর আগে তোফায়েল ভাইয়ের ছেলে মেয়েরা কি ভাবে বড় হলো কেউ টেরই পেলো না। নাহিন (নাহিন রাজ্জাক এম.পি) এখনও মাথা উচু করে কথা বলে না। আর তোফায়েল ভাইয়ের মেয়ে মুন্নীকে তো কেউ চেনেই না।
এটাই হলো আওয়ামী লীগের সংস্কৃতি।’ তিনি বলেন ‘২০০১ সালে তারেক, মাহির অ’ত্যা’চার শুরু হয়। তখন অন্য মন্ত্রী, এমপির ছেলে মেয়েরাও মনে করে, আমরা কেন বসে থাকবো। শুরু হলো আকবর পুত্র, সাইফুর রহমান পুত্র, তরিকুল পুত্রদের দৌরাত্ম।’ তিনি বলেন ‘আমরা ঐ সংস্কৃতি থেকে রাজনীতিকে বের করে আনার চেষ্টা করছি।