avertisements 2

বিরোধীদল যেন ঘরের বউ, যখন খুশি তখন পেটাও: দুদু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ সেপ্টেম্বর,সোমবার,২০২২ | আপডেট: ০৪:৫৭ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

বিরোধীদল যেন ঘরের বউ, যখন খুশি তখন পেটাও বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে সম্প্রতি দেশব্যাপী বিএনপির বিভিন্ন নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশে তত্ত্বাধায়ক সরকার আগেও ছিল, তাই তত্ত্বাধায় সরকারের অধীনেই নির্বাচন হবে। যারা এই বাতিল করেছে তাদের বিচারের আওতায় আনা হবে । 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি বিবিসির সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, তার সময়ে নাকি নির্বাচন নিরপেক্ষ হয়েছে। যদি তাই হয়, তাহলে আমি বলতে চাই, তাহলে ১৪ এবং ১৮ সালের নির্বাচনের ব্যাপারে কি বলবেন?

তিনি বলেন, আওয়ামী লীগ রাজনীতির কথা বলে, অথচ তারা মোমবাতি প্রজ্বলনের মতো কর্মসূচীও সহ্য করতে পারে না। তিনি হুশিয়ারি করে বলেন, সংসদ ভেঙ্গে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিন। তা না হলে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে। 


মানববন্ধনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, দেশ বাঁচাও ও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রফিকুল ইসলাম রিপনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2