‘খালেদা জামিন পেলে তিন মাসে দেশে পরিবর্তন আসবে’
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৮ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ১১:১০ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জামিন পেলে দেশে তিন মাসের মধ্যে পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, দেশে যদি শান্তি ফেরাতে হয়, সুশাসন প্রতিষ্ঠা করতে হয়, মানুষের অধিকার নিশ্চিত করতে হয় তাহলে খালেদা জিয়াকে জামিন দিতে হবে। তাকে ছাড়া দেশ চলবে না।
আজ বুধবার (১৭ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে জনতার অধিকার পার্টি (পিআরপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেন। খালেদা জিয়ার মুক্তি দাবি করে ডা. জাফরুল্লাহ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আপনি বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটক রেখেছেন। বেগম খালেদা জিয়াকে জামিন দেন। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার দাবি মেনে নেন। কথা দিলাম আপনার উপর অবিচার করা হবে না। আমি আপনার পাশে থাকব।
সরকারের উদ্দেশে তিনি বলেন, বর্তমানে দেশের যে পরিস্থিতি, তাতে কাপড় খুলে আপনাদের পালাতে হবে। সেই সুযোগ পাবেন না। আসলে দেশ আজ প্রধানমন্ত্রীর নির্দেশে চলে না। দেশের চাবিকাঠি অন্য জায়গায়। ভোলায় পুলিশ লাঠিচার্জ করতে পারে। গুলি চালানোর কোনো অধিকার নেই। পুলিশের গুলি চালাতে হলে সেখানে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতি এবং নির্দেশ থাকতে হবে। পুলিশ এখন কারো অর্ডারের তোয়াক্কা করে না।
তিনি বলেন, বিরোধীদলকে প্রধানমন্ত্রী বললেন চা খেয়ে যান। তারপরই ভোলায় পুলিশের গুলিতে দুইজন মারা গেলেন। তার মানে উনার (প্রধানমন্ত্রীর) হাতে ক্ষমতা নাই। ক্ষমতা অন্যদের হাতে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই সরকারের অধীনে এবং ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া যাবে না। ইভিএম হলো প্রতারণার আরেকটি পদ্ধতি। প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন, তাই তার গদি টিকিয়ে রাখার জন্য এই পদ্ধতি বেছে নিয়েছেন।
সংগঠনের চেয়ারম্যান মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে ও মহাসচিব মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গণশক্তি আন্দোলনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ মো. তাহের, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস সচিব জাহাঙ্গীর আলম মিন্টু, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।