‘আমরা নতুন প্রজন্ম রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে দেশকে এগিয়ে নিতে চাই’
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০৬:২৭ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ছবি: সংগৃহীত
বিএনপির তরুণ প্রজন্মের নেতা ইশরাক হোসেন বলেছেন, আমরা নতুন প্রজন্ম রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে দেশকে এগিয়ে নিতে চাই। গতকাল রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
তিনি লিখেন, ‘আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সহনশীল এবং উদার রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন ২০০৪ সালে জানুয়ারি মাসের ২৭ তারিখ দিবাগত রাতে টুঙ্গিপাড়ায় মরহুম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের কবরে ফাতেহা পাঠ ও জিয়ারত করার মধ্য দিয়ে। ১৫ই আগস্ট ১৯৭৫ সালে মরহুম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রাহমানকে স্বপরিবারে হত্যাকান্ড ইতিহাসের একটি ন্যাক্কারজনক ও কালো অধ্যায়।’
ইশরাক আরও লিখেন, ‘আমরা নতুন প্রজন্ম রাজনৈতিক প্রতিহিংষা পরিহার করে দেশকে এগিয়ে নিতে চাই। আমরা সকল জাতীয় নেতৃবৃন্দের প্রতি তাঁদের প্রাপ্য সম্মান প্রদর্শন করতে চাই। এই দিনে মরহুম ও তাঁর পরিবারের নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহতায়ালার নিকট দোয়া করি।’
প্রসঙ্গত, বিএনপির সাবেক নেতা বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। তিনি ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন।