দলে ডাক পড়লে সাড়া দেব: সোহেল তাজ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ১০:৫২ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
রাজনীতিতে আবারও সক্রিয় হওয়ার গুঞ্জনের মধ্যে জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমদ সোহেল তাজ বলেছেন, আওয়ামী লীগে ডাক পড়লেই সাড়া দেবেন তিনি। এও বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে তার রক্তের সম্পর্ক। তিনি এই দলের বাইরের কেউ নন। চিরকাল তাই থাকবেন।
জাতীয় শোক দিবসে সোমবার রাজধানীর বনানী কবরস্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের কাছে এ কথা বলেন এক যুগ আগে অভিমান করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য পদ ছেড়ে দেয়া এই নেতা।
রাজনীতিতে ফিরছেন কি না এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, ‘আসলে আমি তো রাজনৈতিক পরিবারের সন্তান। আমার পিতা শহীদ তাজউদ্দীন আহমদ মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আমার মা ১৯৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন। আমাদের রক্তের ভেতরে আওয়ামী লীগ।’
তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগে ছিলাম, আছি এবং থাকব। বরাবরই বলে এসেছি, আমাকে যদি প্রয়োজন হয়, আমার যদি ডাক পড়ে, আমি সাড়া দেব। আমি আবার রাজপথে থাকব। ২০০১ সালে বিএনপি জামাত জোট সরকারের সময় যেমন ছিলাম, ঠিক সেভাবেই থাকব। আমি সে অবস্থানেই আছি।’
১৫ আগস্টের বিষয়ে সোহেল তাজ বলেন, আমি মনে করি যে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী জঘন্যতম একটি কলঙ্কজনক অধ্যায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এমন একটি দেশের স্বপ্ন দেখিয়েছেন- যেখানে আমরা সমান অধিকার নিয়ে বসবাস করতে পারব, যেখানে ন্যায় বিচার থাকবে। বঙ্গবন্ধুকে হত্যা আমাদের বুকে একটি ছুরিকাঘাত। আমি মনে করি আমাদের নতুন প্রজন্মের কাছে তার অবদান, জাতীয় ৪ নেতার অবদান তুলে ধরতে হবে। বঙ্গবন্ধুর জীবনী, যাদের নিয়ে তিনি সংগ্রাম করেছেন সেটাই হচ্ছে আমাদের ভবিষ্যতের চালিকাশক্তি।
সোহেল তাজ বলেন, জাতির জনককে নির্মমভাবে হত্যার পর ৩ নভেম্বর চার নেতাকে যখন হত্যা করা হয় তখন দেশে গণতন্ত্র বলে কিছু ছিল না। সে সময় আমার মা বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বায়কের ভূমিকা নিয়ে আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনা ফিরে এসে আমাদের নেতৃত্ব দেন।