avertisements 2

হাইকোর্টের আইনজীবী হলেন ছাত্রলীগ সভাপতি জয়

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ আগস্ট,রবিবার,২০২২ | আপডেট: ০১:২৭ এএম, ১৯ মে,রবিবার,২০২৪

Text

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে কাজ করার অনুমতি পেয়েছেন ছাত্রলীগ সভাপতি আল-নাহিয়ান খান জয়। শনিবার (১৩ আগস্ট) দুপুরে প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার সর্বমোট ৩০৫২ জন আইনজীবী হিসেবে হাইকোর্টে পেশাগত চর্চার অনুমতি পেয়েছেন। তার মধ্যে ছাত্রলীগের সভাপতি জয় অন্যতম।

২০১৮ সালের ২৩ ডিসেম্বর বার কাউন্সিলের সনদ লাভ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করা ছাত্রলীগের সভাপতি জয়। অবশ্য সাংগঠনিক ব্যস্ততার কারণে আইন পেশায় এখনও সময় দেয়ার সুযোগ হয়নি তার। এদিকে ফলাফল প্রকাশের পর ছাত্রলীগের নেতাকর্মীরা জয়কে অভিনন্দন জানাচ্ছেন।

ঢাকা কমার্স কলেজ থেকে এইচএসসি পাসের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন জয়। বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ছাত্রলীগের উপ-আইনবিষয়ক সম্পাদক এবং পরবর্তীতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এরপরই তার জায়গা হয় কেন্দ্রীয় কমিটিতে। সোহাগ-জাকির কমিটিতে আইনবিষয়ক সম্পাদক পদে ছিলেন তিনি। আইন বিষয়ে অধ্যায়নের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগে মাস্টার্স করেছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2