দেশ অচিরেই দেউলিয়া হয়ে যাবে: জি এম কাদের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:৪৯ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
দেশের মানুষের ভবিষ্যৎ কি হবে কেউ জানে না! এভাবে চলতে থাকলে দেশ অচিরেই দেউলিয়া হয়ে যাবে বলে মধ্যে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। দুপুরে সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানীর জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মানুষ সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের মানুষ আতঙ্কিত। ট্যাক্স কমালে জ্বালানি তেলের দাম বাড়ানো লাগতো না। তেলের দাম বাড়িয়ে মুনাফা করে উন্নয়নের নামে লুণ্ঠন করছে সরকার।’
আওয়ামী লীগ নিজেদের লোকদের কুইক রেন্টালের নামে লুটপাট করার সুযোগ করে দিয়েছে বলেও অভিযোগ করে তিনি বলেন, ‘সরকারি দলের লোকেরা নামে-বেনামে ব্যাংক থেকে ঋণ নিয়ে বিদেশে পাচার করছে।’
ক্ষমতা হারালে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় জাতীয় পার্টির মহাসচিব এ্যাড. মো. মুজিবুল হক চুন্নু বলেন, ‘বিএনপি ক্ষমতায় না এলে মুসলিম লীগ হয়ে যাবে।
আওয়ামী লীগ জাতীয় পার্টি ভাঙার ষড়যন্ত্র এবং চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের সকল লুটপাট ও অপকর্মের সঙ্গে জড়িত। দেশ থেকে পাচার করা অর্থ ফেরত আনার উদ্যোগেরও সমালোচনা করেন তিনি।