সরকার দেশকে শ্রীলঙ্কার দিকেই নিয়ে যাচ্ছে: জিএম কাদের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৮:০৫ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বিশ্ববাজারে তেলের দাম যখন নিম্নমুখী, তখন হুট করে তেলের দাম বাড়ানো পুরোপুরি অযৌক্তিক। আমরা চাই না দেশ শ্রীলঙ্কার মতো হোক। কিন্তু সরকার দেশকে সেদিকেই নিয়ে যাচ্ছে। জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সমাবেশে জিএম কাদের এসব কথা বলেন। এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, দেশ শ্রীলঙ্কার মতো হোক, সেটি কারোই কাম্য নয়, কিন্তু সরকার দেশকে সেদিকেই নিয়ে যাচ্ছে।
সোমবার (৮ আগস্ট) বিকালে কাকরাইলে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সমাবেশে অংশ নেয় জাতীয় পার্টির অঙ্গ সংগঠন ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের বলেন, দুর্নীতি আর অর্থপাচারের কারণে রিজার্ভের টাকা গায়েব হয়ে গেছে। জনগণকে সব প্রশ্নের জবাব দিতে হবে। এসময় তিনি সরকারের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, কোথায় গেলো রিজার্ভের টাকা? সে প্রশ্নের জবাব দিতে হবে।
সরকার রাজনীতিকে ধ্বংসের পরিকল্পনা করছে বলেও অভিযোগ করেন জিএম কাদের। সামনের সময়কে ভয়াবহ উল্লেখ করে তিনি আরও বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে।