avertisements 2

পদ্মা সেতু দিয়ে আমরা স্বর্গে যাব : ফখরুল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ জুন,শুক্রবার,২০২২ | আপডেট: ০৫:৩৬ এএম, ২৪ জানুয়ারী,শুক্রবার,২০২৫

Text

সরকার কার টাকায় পদ্মা ব্রিজ বানিয়েছে এমন প্রশ্ন রেখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার বলে উন্নয়ন, এত উন্নয়ন যে সোনা দিয়ে সব মুড়ে দিচ্ছে। আমাদের রুমিন ফারহানা গতকাল খুব ভালো বলেছেন- পদ্মা ব্রিজ হচ্ছে গোল্ডেন ব্রিজ। সোনা দিয়ে মোড়াই করা একটা ব্রিজ বানাইছে।

আজ শুক্রবার (১০ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সমাবেশের আয়োজন করে।

নিজের ছাত্রাবস্থার সময়ের স্মৃতিচারণা করে ফখরুল বলেন, পাকিস্তান আমলে আমরা যখন ছাত্র ছিলাম, ছাত্র আন্দোলন করতাম। রাজপথে স্লোগান দিতাম, তখন বিভিন্নভাবে স্লোগান দিতাম। তখন গানটান গাইতাম, কীর্তনও গাইতাম। ওই সময় তেলের দাম ১০ টাকা বাড়লেই বিরাট ব্যাপার ছিল। তখন আমরা স্লোগান দিতাম ‘১০ টাকার তেল খেয়ে স্বর্গে যাব’। এখন বলতে চাই, ‘টোল দিয়ে আমরা পদ্মা ব্রিজ পার হয়ে স্বর্গে যাব’।

ফখরুল বলেন, এই সরকার অনির্বাচিত সরকার। সরকার গতকাল বাজেট ঘোষণা দিয়েছে। এই বাজেট জনগণের জন্য নয়। এই সরকার জনগণের শত্রু। এই বাজেট জনগণের গণশত্রু হিসেবে ঘোষণা হয়েছে। যারা টাকা চুরি করল, ডাকাতি করল, লুণ্ঠন করল তারা ৭ শতাংশ ট্যাক্স দিয়ে টাকা দেশে ফেরত আনতে পারবেন। এবং কেউ প্রশ্ন করতে পারবে না। হাইকোর্ট থেকেও প্রশ্ন করা যাবে না। যারা বাজেট দিল তারা কি সাধারণ মানুষের সরকার নাকি লুটেরা চোর-ডাকাতদের সরকার?

বিএনপির মহাসচিব বলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না সরকার। অন্যায়ভাবে তাঁকে বন্দি করে রেখেছে। মিথ্যা মামলায় অসংখ্য নেতাকে গ্রেপ্তার করে রেখেছে। শেখ হাসিনার কবল থেকে আমাদের অবশ্যই মুক্তি পেতে হবে। আর এই মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে। বাংলাদেশের মানুষ কখনো স্বৈরাচারী, ফ্যাসিবাদী সরকারকে পছন্দ করে নাই।

মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং সদস্যসচিব রফিকুল আলম মজনু ও আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। সমাবেশে বিএনপির সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2