আদালতও সেতু থেকে টুস করে ফেলার নির্দেশ দিতে পারে না: আ স ম আবদুর রব
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ মে,শনিবার,২০২২ | আপডেট: ১০:৪৪ পিএম, ১৬ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
ফাইল ছবি
সরকার তো দূরের কথা, আদালতও কাউকে সেতু থেকে ‘টুস’ করে ফেলে দেওয়ার নির্দেশ দিতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।
শুক্রবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
আ স ম আবদুর রব বলেন, পদ্মা সেতু উদ্বোধনের আগেই সরকারের বক্তব্য জনগণের আনন্দকে মাটিতে মিশিয়ে দিয়েছে। সমালোচনার জবাব কোনোভাবেই ‘মৃত্যুদণ্ড’ হয় না। ‘সমালোচনা’ এবং ‘মৃত্যুদণ্ড’ সমকক্ষ নয়।
তিনি বলেন, রাষ্ট্র কোনো নাগরিকের মর্যাদাও ক্ষুণ্ন করতে পারে না। মর্যাদা ক্ষুণ্ন করা রাষ্ট্রের এখতিয়ার বহির্ভূত।
জেএসডি সভাপতি বলেন, পদ্মা সেতু নির্মিত হয়েছে পারাপারের জন্য, জনগণকে ফেলে দেওয়ার জন্য নয়। এটা একটা সেতু, ফায়ারিং স্কোয়াডের মতো শাস্তি প্রয়োগের কোনো স্থাপনা বা বধ্যভূমি নয়।
তিনি বলেন, দেশের নাগরিককে টুস করে নদীতে ফেলে দেওয়া বা পানিতে চুবানি উচিত এই ‘মূল্যবোধ’ এবং রাজনৈতিক দর্শন সরকার ও দেশের জন্য চরম সর্বনাশ ডেকে আনবে।