avertisements 2

৩৪ বছর বয়সেও ইডেন কলেজ ছাত্রলীগের পদে!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ মে,রবিবার,২০২২ | আপডেট: ০১:২৪ এএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

রাজধানীর ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে গত শুক্রবার। কমিটিতে বিবাহিত, অধিক বয়সী ও বিতর্কিতরা স্থান পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। ছাত্রলীগের গঠনতন্ত্রের ৫ এর ‘ক’ ধারায় সর্বোচ্চ বয়সসীমা ২৯ বছর উল্লেখ থাকলেও এসবের তোয়াক্কা না করেই ইডেন মহিলা কলেজ শাখায় সহ-সভাপতির পদ পেয়েছেন ৩৪ বছরের অধিক বয়সী উম্মে রুম্মান রুমি।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার মজিবর রহমান ও আনোয়ারা বেগম দম্পতির কন্যা রুমি। উপজেলা নির্বাচন অফিসের হালনাগাদ তথ্য ও জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী তার জন্ম তারিখ ১৯৮৭ সালের ১৬ নভেম্বর। সেই হিসাবে ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণার দিন তার বয়স হয় ৩৪ বছর ৫ মাস ২৭ দিন। এত বেশি বয়স নিয়েও কীভাবে ছাত্রলীগের পদ পেলেন এ নিয়ে প্রশ্ন অনেকেরই।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, সম্মেলনের দিন কারো বয়স থাকলে (২৯ বছরের কম বয়সী হলে) সে পদে আসতে পারে। ইডেন কলেজ ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয় ২০১৯ সালের ২৪ জুলাই। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের এই বক্তব্য আমলে নিলে সম্মেলনের দিন রুমির বয়স ছিল ৩১ বছর ৮ মাস ৮ দিন। সেই হিসেবে ছাত্রলীগে তার পদ পাওয়া গঠনতন্ত্র পরিপন্থি।

এ বিষয়ে জানতে চাইলে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের নতুন কমিটির সহ-সভাপতি উম্মে রুমান রুমি বলেন, ‘অভিযোগ থাকতেই পারে। যখন কোনো কমিটি হয়, তখন কিছু অভিযোগ হয়েই থাকে। কিন্তু ঘটনাটা সত্য নয়।’ এই প্রতিবেদকের কাছে তার জন্ম তারিখ নিশ্চিতের প্রমাণাদি আছে জানালে রুমি বলেন, ‘শুনেন ভাইয়া, আসলে কী বলবো। আসলে বলার কিছু নেই।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2