যারা আসন ভাগ করছেন, আপনাদের পা ভাগ করে দেব: মির্জা আব্বাসের ঘোষণা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ মে,শনিবার,২০২২ | আপডেট: ০৮:২৯ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
বাংলাদেশে আসন ভাগের নির্বাচন হবে না বলে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার (১২ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
‘দেশব্যাপী বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে’ এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পত্রিকায় একটি সংবাদের কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘আসন ভাগ করছেন। ১০০ আসন এবং ৭০ আসন। যারা আসন ভাগ করছেন, আমরা আপনাদের পা ভাগ করে দেব। আসন ভাগের নির্বাচন বাংলাদেশে হবে না। কোনো আঁতাতের নির্বাচন বাংলাদেশে হতে দেওয়া হবে না।’
নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘আমাদের যার ওপর হামলা-জুলুম হবে, আমরা একযোগে ঝাঁপিয়ে পড়ব। কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আর যে প্রতিরোধ গড়ে উঠেছে, এই প্রতিরোধ ও প্রত্যাঘাতের মাধ্যমেই আমরা এই আওয়ামী লীগ সরকারের পতন ঘটাব।’
এ সময় তিনি বলেন, ‘দেশে মাথাপিছু আয় বেড়েছে ২ হাজার ৮৮২ টাকা নাকি ২৮ টাকা। কার যে মাথাপিছু আয় বেড়েছে- তা আমি জানি না। কিন্তু আওয়ামী লীগের যে মাথাপিছু আয় বেড়েছে এতে কোনো সন্দেহ নেই। আর যে বাচ্চাটা মায়ের পেটে আছে, তার মাথায় লোন হচ্ছে ৪৯২ ডলার!’
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সভাপতিত্বে এবং দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ বক্তব্য দেন।