সস্ত্রীক করোনায় আক্রান্ত সাবেক ছাত্রলীগ সভাপতি সোহাগ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৫৪ এএম, ১৭ অক্টোবর,শনিবার,২০২০ | আপডেট: ০৩:১৯ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ এবং তার সহধর্মিণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা উষান আরা বাদল করোনায় আক্রান্ত হয়েছেন। সোহাগ নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সোহাগ জানান, কয়েকদিন আগে আমি করোনা পজিটিভ হই। গতকাল বৃহস্পতিবার আমার স্ত্রী উষান আরা বাদলের করোনা পরীক্ষা করালে তারও করোনা পজিটিভ রিপোর্ট আসে। চিকিৎসকের পরামর্শে আমরা দু’জনই বাড়িতে আইসোলেশনে আছি এবং চিকিৎসা নিচ্ছি।
উল্লেখ্য, ২০১১ সালের ১২ জুলাই ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন সোহাগ। বাগেরহাটের ছেলে সোহাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ২০০০-২০০১ শিক্ষাবর্ষে।