ইসির এই সংলাপে মানুষের কোনো আগ্রহ নেই : ফখরুল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ মার্চ,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৩:১০ পিএম, ২৩ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
‘ইসির সঙ্গে সংলাপে অনুপস্থিতির সংখ্যা দেখেই বোঝা যায়, এই সংলাপে মানুষের কোনো আগ্রহ নেই’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, নির্বাচন কমিশন যতই সংলাপ করুক তা কোনো কাজে আসবে না।
মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, যদি নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ না হয়, ইসির পক্ষে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না। তাই আমরা সংলাপে আগ্রহী না। বিএনপির একমাত্র দাবি, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার।
গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম বৃদ্ধির জন্য বিএনপি আন্দোলন করছে বলে জানিয়ে মির্জা ফখরুল বলেন, গ্যাসের দাম বৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আরও বাড়বে। নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে আমরা আন্দোলন করলাম এবং ভবিষ্যতেও আন্দোলন করে যাবে। আমরা গ্যাস, পানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সম্পূর্ণ বিরোধী এবং এটা গণবিরোধী উদ্যোগ।
তিনি এই গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জিয়া পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. আবদুল কুদ্দুস, মহাসচিব প্রফেসর ড. এমতাজ হোসেনসহ জিয়া পরিষদের নেতাকর্মীরা।