avertisements 2

খলনায়ককে নায়ক বানানোর অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ মার্চ,সোমবার,২০২২ | আপডেট: ১০:৩৪ পিএম, ১৬ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫

Text

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জিয়াউর রহমানের মতো খলনায়ককে নায়ক বানানোর অপচেষ্টা করছে বিএনপি। আর খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৌতুক অভিনেতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

তিনি গতকাল শনিবার রাতে কক্সবাজারের রামুতে আয়োজিত সপ্তাহব্যাপী বঙ্গবন্ধু উৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী হাসান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু না হলে স্বাধীনতা পেতাম না, ভাষার অধিকার তথা মাকে মা বলার অধিকার পেতাম না। বঙ্গবন্ধু প্রথম বাঙালি জাতিরাষ্ট্রের জন্ম দিয়েছেন।’

তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ আজ দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে। গ্রাম আর শহরের পার্থক্য নেই আজ। ৪০ হাজার কোটি টাকা খরচ করে বিনা মূল্যে টিকা দেওয়ার ব্যবস্থা করেছে শেখ হাসিনার সরকার।

পরে কক্সবাজার স্মল আর্ট স্কুলের পক্ষ থেকে তথ্যমন্ত্রীকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি উপহার দেওয়া হয়। বঙ্গবন্ধু উৎসবের আলোচনা সভা শেষ হয় রাত ১টায়।

এ সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাফর আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সাইমুম সরওয়ার কমল এমপি, জাফর আলম এমপি, কানাডা আওয়ামী লীগের সভাপতি সরওয়ার হাসান। এছাড়া সভায় জেলা ও স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2