‘মানুষের করুণ অবস্থা, সরকারের গায়ে লাগে না’ ফখরুল
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০৫:৫৫ এএম, ২৩ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
ছবি সংগৃহীত
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দল সমাবেশের আয়োজন করেছে। শুক্রবার (১১মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাধারণ মানুষের করুণ অবস্থা-এই সরকারের গায়ে লাগে না।
মির্জা ফকরুল বলেন, কৃষকের পণ্য ভোক্তাদের ১০-১২ গুণ বেশি দিয়ে কিনতে হয়। সরকারের মন্ত্রীরা বলেন, সারা বিশ্বে দাম বাড়ছে। আমাদের ক্রয়ক্ষমতাও বেড়েছে। যারা সিঙ্গাপুর, ব্যাংকক, নিউইয়র্কে গিয়ে কেনাকাটা করেন অথবা তাদের ক্রয়ক্ষমতার কথা বলছেন নাকি! কৃষক শ্রমিক সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বাড়েনি।
তিনি বলেন, ডিজেল ও বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। তাহলে কৃষক কীভাবে বাঁচবে? বর্তমান সরকারকে সরিয়ে খালেদা জিয়া-তারেক রহমানের সরকার আবার আসতে পারলে সমস্যার সমাধান করতে পারব বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
দাম বৃদ্ধির কারণ হিসেবে তিনি বলেন, আপনারা (সরকার) লুট করছেন, চুরি করছেন, ডাকাতি করছেন। আর এর সঙ্গে জড়িতরা আওয়ামী লীগের লোক। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাদাবী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, কৃষক দলের সহ-সভাপতি অ্যাডভোকেট নাসির হায়দার, জামাল উদ্দিন খান মিলন, মামুনুর রশীদ খান প্রমুখ।