avertisements 2

দেশবিরোধীদের প্রতিহত করতে আমি সবার আগে থাকব : ডা. মুরাদ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০৪:০২ এএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

আওয়ামী লীগ মানুষের স্বপ্ন ও অঙ্গীকার পূরণের রাজনীতি করে। সরিষাবাড়ী বাস টার্মিনাল ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপনের মধ্যদিয়ে সেটা আবারও প্রমাণিত হলো। জামালপুরের সরিষাবাড়ীতে আজ বুধবার বিকেলে পৌর এলাকার শিমলাবাজার বাসস্ট্যান্ডে আয়োজিত এক আলোচনা সভায় ডা. মুরাদ হাসান প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

তিনি আরও বলেন, যারা শেখ হাসিনা উন্নয়ন বিশ্বাস করে না তারা স্বাধীনতা বিরোধী জামাত-বিএনপির দোসর। জামাত-বিএনপি উন্নয়ন বোঝে না। তারা আগুন দিয়ে পু'ড়িয়ে মানুষ মা'রতে পারে। দেশবিরোধী কাজে যারা লি'প্ত হবে তাদের প্রতিহ'ত করতে আমি মুরাদ সবার আগে থাকব।  

দলের মধ্যে নেতাকর্মীদের বিভাজন করতে একটি চ'ক্র সক্রিয় হয়ে কাজ করছে দাবি করে তিনি বলেন, মিথ্যাচারী করে সরিষাবাড়ী মানুষকে বার বার ধো'কা দেয়। দলের মধ্যে এ সব স্বাধীনতা বিরোধীদের আমরা প্রতিহ'ত করব। আলোচনা শেষে প্রধান অতিথি সরিষাবাড়ী বাস টার্মিনাল ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।  

বিষয়:

আরও পড়ুন

avertisements 2