avertisements 2

বাংলাদেশের উন্নয়ন সারা দুনিয়া দেখলেও ফখরুল সাহেবরা দেখে না: তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৫:১০ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করছেন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও উন্নয়ন দেখছেন। এত কিছুর পরও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা কিছুই দেখতে পারেন না। তারাই (বিএনপি) মানুষের সাথে প্রতারণা করেছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় ভারতের ত্রিপুরার আগরতলায় ও গুয়াহাটিতে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাওয়ার আগে আখাউড়া স্থলবন্দরের জিরো পয়েন্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভারত আমাদের অত্যন্ত বন্ধুপ্রতিম দেশ। দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় রয়েছে। ২০১৯ সাল থেকে সমগ্র ভারতে বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার হচ্ছে। ত্রিপুরাতেও বাংলাদেশের অনেকগুলো টিভি চ্যানেল দেখা যায়। সমস্যা হচ্ছে পশ্চিম বাংলায়। যদিও ভারত সরকারের পক্ষে কোনও সমস্যা নেই। সেখানকার কেবল অপারেটররা বেশি ফি চাচ্ছে বলে সেখানে বাংলাদেশের বেসরকারি চ্যানেলগুলো দেখানো যাচ্ছে না। 

আগরতলায় ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি ২য় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব ও ২৪ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ গুয়াহাটিতে ১ম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব অনুঠিত হবে। ওই সব অনুষ্ঠানে যোগ দিতে তথ্য মন্ত্রী মঙ্গলবার রাত দশটার দিকে আগরতলা পৌঁছান। এর আগে চলচ্চিত্র অভিনেতা ও অভিনেত্রীসহ ২৭ জনের একটি সাংস্কৃতিক দল আগরতলায় পৌঁছান। আগরতলার অনুষ্ঠানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2