ওয়ান-টু ওয়ান বৈঠকে খন্দকার মোশাররফ ও মান্না
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০৩:৩৮ এএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সরকারবিরোধী আন্দোলন গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির মতবিনিময় শুরু হয়েছে। বিগত কয়েক মাস ধরে অনানুষ্ঠানিকভাবে আলোচনা হলেও শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) থেকে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। এদিন ৬টা ২০ মিনিটে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বাসভবনে আলোচনা করতে আসেন। ৬টা ২৫ মিনিটে খন্দকার মোশাররফ হোসেন বাসার নিচতলায় বসার ঘরে এসে তাকে স্বাগত জানিয়ে আলোচনা শুরু করেন।
বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বৈঠকটি অনানুষ্ঠানিক এবং এটা কোনও রাজনৈতিক বৈঠক নয়। রাত সোয়া আটটার দিকে বৈঠক শেষে বেরিয়ে আসার পর জানতে চাইলে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘খন্দকার মোশাররফ হোসেন স্যার চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। এ জন্য এসেছিলাম। রাজনৈতিক কোনও বৈঠক ছিল না এটা।’
বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১০ দিনের সময় বেঁধে দিয়েছেন। এরমধ্যে অন্তত পাঁচ দিন সময় পার হয়েছে।
খন্দকার মোশাররফ হোসেনের বাসায় মাহমুদুর রহমান মান্না
নাগরিক ঐক্য সূত্র জানায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এককভাবে মাহমুদুর রহমান মান্নার সঙ্গে আলোচনা করতে চেয়েছেন। এ কারণে মান্না একাই এসেছেন কথা বলতে। এই আলোচনায় ঐকমত্য এলে দলীয়ভাবে বিএনপির প্রতিনিধি দল নাগরিক ঐক্যের কার্যালয়ে যাবে, এমনটি মনে করছেন দলটির নেতারা।
এ বিষয়ে শুক্রবার দুপুরে মাহমুদুর রহমান মান্না বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাকে ড. খন্দকার মোশাররফ হোসেন তার সঙ্গে কথা বলার আমন্ত্রণ জানিয়েছেন। আমি তার বাসায় কথা বলবো।’ প্রসঙ্গত, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ৩ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নেন দলের নীতিনির্ধারকরা।