avertisements 2

আমার নেতাকর্মীর গায়ে হাত দিলে সহ্য করব না: এমপি একরাম

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ ফেব্রুয়ারী, বুধবার,২০২২ | আপডেট: ০৪:১১ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী বলেছেন, কেউ যদি আমার কোনো নেতাকর্মীর গায়ে হাত উঠান তা হলে টলারেট করব না। এ সময় তিনি তার নেতাকর্মীদেরও আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওবার্তায় তিনি বলেন, ইউপি নির্বাচনে কেউ তো বিএনপির ছিল না। সবাই বিভিন্ন মার্কার ভোট করেছেন। কিন্তু আফটার ইলেকশন (নির্বাচনপরবর্তী সময়ে) যদি আমার কোনো নেতাকর্মীর গায়ে কেউ হাত উঠান তা হলে কিন্তু আমি টলারেট (সহ্য) করব না। সব ভুলে যান। ইলেকশনের কথা ভুলে যান, কে জিতল আর কে হারল। এগুলো মনে না রেখে শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এগিয়ে চলুন।

ফেসবুক লাইভ থেকে একরামুল করিম চৌধুরী তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেউ আইন নিজ হাতে তুলে নেবেন না। কেউ অন্যায় করলে প্রশাসন ও পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। আমি তখন কিন্তু কারও পক্ষ নিতে পারব না। এ বিষয়ে জানতে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর মোবাইলে বারবার কল দিলেও বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদপদবি থেকে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে চূড়ান্তভাবে বহিষ্কার এবং অব্যাহতির জন্য দলীয় হাইকমান্ডের কাছে সুপারিশ করেছে জেলা আওয়ামী লীগ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2