avertisements 2

‘পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় না’

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৭:৪৯ এএম, ১২ জানুয়ারী,রবিবার,২০২৫

Text

পৃথিবীর কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় না, বাংলাদেশেও হবে না। বিএনপি আগের মতো নির্বাচনে না এসে সন্ত্রাসের পথ বেছে নিলে তা তাদের রাজনৈতিক ক্ষতির কারণ হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইল প্রেসক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সাগর-রুনি হত্যাকাণ্ডের বিষয়টি সরকারের জন্যও দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, আইন ও বিচার বিভাগের উচিত হবে বিচারকাজ দ্রুত শেষ করা। অনুষ্ঠানে প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ ছাড়াও টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ উপস্থিত ছিলেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2