নানকের ২৪ ঘন্টার আলটিমেটাম কার্যকর শুরু হয়েছে: তৈমূর
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৭:৫৭ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ২৪ ঘন্টার যে আলটিমেটাম দিয়েছিলেন সেটার কার্যকারিতা ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূল আলম খন্দকার। নিজের নির্বাচনী সমন্বয় রবি হোসেন রবিকে আটকের পর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।
তৈমূর আলম বলেন, ‘কিছুদিন আগে যুবলীগের সাধারণ সম্পাদক বলেছেন তৈমূর আলমকে রাস্তায় নামতে দেওয়া হবে না। এ ধরনের হুমকিতো চলছেই। আরেকটি সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেছেন, তৈমূর আলম খন্দকার ঘুঘু দেখছে, ঘুঘুর ফাঁদ দেখে নাই। এই সময়ের মধ্যেই আমার লোকজনদের গ্রেপ্তার করা শুরু হয়েছে।’
তৈমূর বলেন, ‘আমার মাইকম্যানকেও গ্রেপ্তার করা হয়েছে। এর আগে জোসেফকে গ্রেপ্তার করার জন্য তার বাড়িতে হানা দিয়েছে পুলিশ। এছাড়াও মহানগর ছাত্রলীগের সভাপতি রিয়াদের বাড়িতেও পুলিশ হানা দিয়েছে। বন্দর ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান আমার মিছিলে আসায় তার বাড়িতেও পুলিশ গিয়েছে।’
স্বতন্ত্র প্রার্থী তৈমূর বলেন, ‘সার্বিক পরিস্থিতি নিয়ে আমি এসপি সাহেবকে দেখা করতে চাই বলেছি। কারণ এসপি ও ডিসি সাহেব তারা আমাকে আশ্বস্ত করেছেন উনারা হয়রানি করবেন না। সমঅধিকারের মাঠটা উনারা ঠিক রাখবেন বলেছিলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে তার কিছুই বাস্তবায়ন হচ্ছে না।’
তৈমূর আলম জাতির কাছে বিচার দিয়ে বলেন, ‘সরকার যে নির্বাচন দিল, উনাদের যদি এই ইচ্ছাই থাকে উনাদের দলের লোককেই পাস করাতে হবে তাহলে নির্বাচনটা না দিয়ে তাদের লোককে সিলেকশন করে দিতো। সরকার যেটা ঘোষণা করে সেটাই হয়ে যায়। এ ধরনের হয়রানি করার কোনো অর্থ নেই।’
এর আগে সোমবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় নিজ বাসা থেকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবিকে পুরনো দুটি মামলায় গ্রেপ্তার করে পুলিশ।