avertisements 2

‘রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়াকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না’

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ ডিসেম্বর, বুধবার,২০২১ | আপডেট: ০২:০৬ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের নামে দেশে পরিবারতন্ত্র ও রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে সরকার। আইনি প্রক্রিয়া নয়, খালেদা জিয়াকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না, শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার (৮ ডিসেম্বর) সকালে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মানববন্ধনে তিনি এসব কথা বলেন। শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতারাসহ বিভিন্ন জেলার নেতারাও মানববন্ধনে অংশ নেন।

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শিক্ষার মান চরম খারাপ অবস্থায় নিয়ে গেছে সরকার। শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও স্বাস্থ্যক্ষেত্রে চরম অব্যবস্থাপনা। সাধারণ মানুষের কোন চিকিৎসা নেই। দেশের চিকিৎসার ওপর মানুষের আস্থা নেই, তাই তারা বিদেশে যাচ্ছে। সব ক্ষেত্রে দুর্নীতির মাধ্যমে দেশকে নতজানু রাষ্ট্রে পরিণত করছে সরকার।

বিএনপি মহাসচিব আরও বলেন, বেগম জিয়াকে তিলে তিলে শেষ করার আরেকটি উদ্দেশ্য আছে। বেগম জিয়া যতটা না বিএনপির জন্য দরকার। তার চেয়ে বেশি দরকার দেশের মানুষের জন্য, দেশের গণতন্ত্রের জন্য। ঐক্যবদ্ধ হয়ে দুর্বার গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটানো হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে।

সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার পাসপোর্ট আটকে রেখেছেন। এটি ফিরিয়ে দিন। তাকে বিদেশে যাবার সুযোগ করে দেন। বেগম খালেদা জিয়ার কিছু হলে দায়-দায়িত্ব সরকারের নিতে হবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2