avertisements 2

হাসপাতালের ময়লার স্তূপে শিশুর মরদেহ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ ডিসেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৮:২৩ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মসজিদের পাশের ময়লার স্তূপে অজ্ঞাত একটি কন্যাশিশুর মরদেহ পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ৮ মাস। প্রত্যক্ষদর্শীর কাছ থেকে সংবাদ পেয়ে সেখান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

শনিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রয়েল জিয়া জানান, আমরা ৯৯৯-এ খবর পেয়ে জরুরি বিভাগের পাশের মসজিদের ময়লার স্তূপ থেকে পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, কে বা কারা নবজাতকটি ওই ময়লার স্তূপে ফেলে রেখে গেছে তা আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। আশপাশের লোকজনের কাছে জানতে চেয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2