avertisements 2

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু আর নেই

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ অক্টোবর,শনিবার,২০২১ | আপডেট: ০১:১২ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪

Text

জাতীয় পার্টির মহাসচিব, সা‌বেক মন্ত্রী ও ডাকসুর সা‌বেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৬ বছর।

শনিবার (২ অক্টোবর) সকাল ৯টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলা‌দেশ স্পেশালাইজড হাসপাতা‌লের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

দলীয় সূত্রে জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর জিয়াউদ্দিন বাবলু করোনা আক্রান্ত হয়ে ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হন। তার অবস্থার অবনতি হলে একদিন পরে তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন বাবলু।  

জাতীয় পার্টির জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে তার জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে। তার মরদেহ এখন হাসপাতালেই রাখা আছে।

সাবেক সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। দুই দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2