ছাত্রদলের সাবেক সভাপতি রাজীবকে তুলে নেওয়ার অভিযোগ
ছাত্রদলের সাবেক সভাপতি রাজীবকে তুলে নেওয়ার অভিযোগ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০২:৩১ পিএম, ২৮ জানুয়ারী,
বুধবার,২০২৬
বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানকে রাজধানীর ধানমন্ডি থেকে ‘তুলে নেওয়ার’ অভিযোগ পাওয়া গেছে। ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি জানান, ধানমন্ডির ৩ নম্বর রোডের লেকপাড় থেকে বুধবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টায় ডিবি পুলিশ ‘তুলে নিয়ে যায়’। তবে এ বিষয়ে তাৎক্ষণিক আইন-শৃঙ্খলা বাহিনীর মন্তব্য পাওয়া যায়নি।
ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান বলেন, ধানমন্ডির তিন নম্বরে একটা রেস্টুরেন্ট বসে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার ক্রিকেট খেলা একত্রে বসে দেখছিলাম আমরা। আমি আগে চলে এসেছি। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর রাজীবকে রাইফেলস স্কয়ারের সামনে থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয় বলে জানতে পেরেছি।
প্রত্যক্ষদর্শী ছাত্রদলের সাবেক নেতা মাসুম বিল্লাহর বরাত দিয়ে আকরাম হাসান জানান, ‘ধানমন্ডিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আড্ডা দিয়ে বাসায় ফেরার পথে ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানকে সাদা পোশাকে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা তুলে নিয়ে যায়।’
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বিএনপি সরকার দুর্নীতিগ্রস্ত হলে আপনাদের দুই মন্ত্রী পদত্যাগ করেনি কেন: তারেক রহমান
একটি দল শুধু ঠকাচ্ছেই না, যারা মুসলমান তাদের শিরক করাচ্ছে: তারেক রহমান
ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা
আঙুল উঁচিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা





