avertisements 2

পুলিশেকে  হুমকি দেওয়া সেই ছাত্রদল নেতা গ্রেপ্তার

পুলিশেকে  হুমকি দেওয়া সেই ছাত্রদল নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ আগস্ট,সোমবার,২০২১ | আপডেট: ০৯:৩৩ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

কেন্দ্রীয় ছাত্রদলের ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার (২১ আগস্ট) রাতে ঢাকার মগবাজার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি রনি ‘পুলিশের পোশাক খুলে নেওয়ার’ হুমকি দিয়ে আলোচনায় আসেন।

রনির ভাই রানা জানান, রনিকে ঢাকার মগবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কী কারণে কোন মামলায় তাকে গ্রেপ্তার করেছে তা জানা নেই। তার বিরুদ্ধে সব মামলায় সে জামিনে রয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, রনির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। সে একাধিক মামলার আসামি। এসব মামলায় তাকে তথ্য প্রযুক্তির মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে। এখন জিজ্ঞাসাবাদ চলছে।

এদিকে তাকে গ্রেপ্তারের ঘটনায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির সদস্য মাসুকুল ইসলাম রাজীব, মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার মুক্তি দাবি করেছেন।

এর আগে গত ১৭ আগস্ট খালেদা জিয়ার ৭৬তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় আয়োজিত মিলাদ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে রনি বলেছিলেন, আজকে (মঙ্গলবার) ঢাকার কর্মসূচিতে পুলিশ বিনা উসকানিতে হামলা করেছে। আমি জানি না পুলিশ কাদের লোক। তারা কি সাধারণ জনগণের নাকি একক শেখ হাসিনার? আমি বলে দিতে চাই যদি একক শেখ হাসিনার লোক হয়ে থাকেন, আপনারা যে পোশাক পরিধান করেন সেটা জনগণের ট্যাক্সের টাকায় কেনা। যদি ছাত্রদল চিন্তা করে, তারেক রহমান চিন্তা করে, পুলিশের সেই পোশাক খুলে ফেলবে। সেটা আমাদের ওয়ান টু-র ব্যাপার মাত্র। ছাত্রদল পুলিশকে প্রতিহত করবে।

তার এই বক্তব্যের পর নারায়ণগঞ্জ জুড়ে আলোচনার সৃষ্টি হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2