avertisements 2

আমি দোষী হলে প্রয়োজনে দলের পদ ছেড়ে দেব: মেয়র সাদিক

আমি দোষী হলে প্রয়োজনে দলের পদ ছেড়ে দেব: মেয়র সাদিক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ০৪:০১ পিএম, ৫ জানুয়ারী,রবিবার,২০২৫

Text

বরিশালে ইউএনওর বাসায় হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ। এ সময় তিনি বলেছেন, এই ঘটনার জন্য আমি দোষী হলে প্রয়োজনে দলের পদ ছেড়ে দেব তবুও দলের কোনো ক্ষতি হতে দেব না।
শনিবার (২১ আগস্ট) বরিশাল নগরীর কালিবাড়ি রোডের নিজ বাস ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমি পরিচিত মানুষ। আমার চেহারা সারা দেশের মানুষ চেনে। আমি পালিয়ে যাব না। আমাকে বললে আমি নিজেই থানায় হাজির হয়ে যাব।

 এ সময় মামলার নামে সিটি করপোরেশনের কর্মীদের হয়রানি না করতে প্রশাস‌নের প্রতি অনুরোধ জানান মেয়র সাদিক।
তিনি বলেন, সত্য আপনি দাবায়ে রাখতে পারবেন না। সত্য উদঘাটিত হবে। আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমার এই চেয়ারে থাকার অধিকার নেই।
এসময় তিনি সেই রাতের ঘটনার আংশিক নয়, পুরো ভিডিও প্রকাশ করার দাবি জানান। তিনি আরও বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। যা আগে থেকেই বুঝতে পেরেছিলাম। গত তিন বছরে মন্ত্রণালয় থেকে কোনো প্রজেক্টের বরাদ্দ পাননি বলেও জানান মেয়র। তবে নগর ভবনের নিজস্ব ফান্ডে উন্নয়ন কাজ চালাচ্ছেন বলে দাবি করেন।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2