টিকার জন্য সারারাত লাইনে থাকার ঘটনা লজ্জার : জিএম কাদের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ আগস্ট,
বুধবার,২০২১ | আপডেট: ০৫:৩৪ এএম, ২৮ জানুয়ারী,
বুধবার,২০২৬
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, গত কয়েকদিন মানুষ বিভিন্ন কেন্দ্রে ঘুরেও টিকা পাননি। বিশ্বে এমন ঘটনা নজিরবিহীন। জাতির জন্য এরচেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। টিকার জন্য শত শত নারী-পুরুষের সারারাত লাইনে বসে অপেক্ষার ঘটনা প্রমাণ করে গণটিকা কার্যক্রম কতটা ব্যর্থ। বুধবার জাপার বনানী কার্যালয় মিলনায়তনে দলের প্রয়াত নেতাকর্মীদের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেন, 'গণটিকা কর্মসূচি সফল করে অন্যান্য দেশ যখন স্বাভাবিক জীবনে ফিরছে, তখন বাংলাদেশের মানুষকে এক ডোজ টিকার জন্য সারারাত লাইন ধরতে হচ্ছে। বয়োবৃদ্ধরা সীমাহীন ভোগান্তিতে রাত কাটিয়েছেন শুধু এক ডোজ করোনা টিকার আশায়।'
জাপা চেয়ারম্যান আরও বলেন, 'টিকা নিয়ে একেক মন্ত্রী একেক ধরনের কথা বলছেন। মন্ত্রীদের কথা এখন আর মানুষ জানতে চায় না। তাদের বক্তব্যে দেশের মানুষ সরকারের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে। বাস্তবতা হলো সরকার যা করতে বলছে দেশের মানুষ এখন আর তা করতে আগ্রহবোধ করছে না।'
দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে জিএম কাদের বলেন, 'বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। তাই করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষের সুখ-দুঃখে পাশে থাকাই জাতীয় পার্টির রাজনীতি।'
জাতীয় ওলামা পার্টি আয়োজিত সদ্যপ্রয়াত নেতাদের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, 'করোনার চিকিৎসা নিয়ে সরকার অনেক বড় বড় কথা বলেছে, অনেক আস্ফালন করেছে। তারা নাকি করোনার চেয়েও শক্তিশালী। অথচ, চিকিৎসার জন্য ছোটাছুটির এক পর্যায়ে দেশের মানুষ পথে-ঘাটে-গাড়িতে ও অ্যাম্বুলেন্সে মারা যাচ্ছে।'
জাপার কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, 'ইতিহাস থেকে অনেক রাজনৈতিক দল হারিয়ে গেছে। কিন্তু দেশের মানুষের ভালোবাসায় জাতীয় পার্টি এখনো বেঁচে আছে।'
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন- দলের কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি প্রমুখ।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বিএনপি সরকার দুর্নীতিগ্রস্ত হলে আপনাদের দুই মন্ত্রী পদত্যাগ করেনি কেন: তারেক রহমান
একটি দল শুধু ঠকাচ্ছেই না, যারা মুসলমান তাদের শিরক করাচ্ছে: তারেক রহমান
ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা
আঙুল উঁচিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা





