avertisements 2

৭৫ পর জীবন বাঁচাতে হিন্দু পরিচয়ে ছিলাম : মেয়র সাদিক

৭৫ পর জীবন বাঁচাতে হিন্দু পরিচয়ে ছিলাম : মেয়র সাদিক

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ০৪:০৫ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্যদিয়ে বাংলাদেশকে একটি গোষ্ঠী পাকিস্তান বানাতে চেয়েছিলো। কিন্তু তা দেশের জনগণ হতে দেয়নি। আমার দাদা আব্দুর রব সেরনিয়াবাতসহ আমার পরিবারের অধিকাংশ সদস্যেকে ৭৫ এর সেই রাতে নির্মমভাবে হত্যা় করা হয়।  মিন্টো রোডের বাসায় আমি মায়ের কোলে ছিলাম। আমার মা মরহুমা সাহানারা বেগমও গুলিবিদ্ধ হয়েছিলেন। জীবন বাঁচাতে আমরা ভারতে হিন্দু পরিচয়ে ছিলাম। যাতে কারও সন্দেহ না হয়। সে সময় আমাদের পেলে মেরে ফেলতো।

শনিবার দুপুরে নগরীর বরিশাল ক্লাবের গোলাম মাওলা মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন বরিশালের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বিসিসি মেয়র এসব কথা বলেন।
মেয়র আরও বলেন, জনগণের টানে আমরা দেশে ফিরে এসেছি প্রতিকূলতার মধ্যে। সেই জনগণের সেবা ছাড়া অন্য কোনো লক্ষ্য আমার নেই।

সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন এর সভাপতিত্বে এসময় আরও বক্তৃতা করেন সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ, সাংবাদিক মুরাদ আহমেদ, মাহমুদ হোসেন চৌধুরী, সহসভাপতি রাহাত খান, সাবেক সভাপতি গোপাল সরকার প্রমুখ।

 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2