অসুস্থ স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন শামীম ওসমান
অসুস্থ স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন শামীম ওসমান
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ জুলাই,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০১:৪৬ পিএম, ২৭ জানুয়ারী,মঙ্গলবার,২০২৬
নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসা নিচ্ছেন। আজ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর স্বামী নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
দেশের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের এই পুত্রবধূর অসুস্থতার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। স্ত্রীকে নিয়ে চিকিৎসায় ব্যস্ত শামীম ওসমান বেশি কথা বলতে পারেননি। ‘এমআর করলে জানা যাবে কী সমস্যা’ এমনটা জানিয়ে শামীম ওসমান বলেন, ‘এই মুহূর্তে প্রিয় নারায়ণগঞ্জবাসীসহ দেশ-বিদেশে যে যেখানে আছেন, সবার কাছে দোয়া চাচ্ছি লিপির জন্য। সবাই আল্লাহর দরবারে দোয়া করবেন, দয়াময় যেন দ্রুত সুস্থ করে দেন আমার স্ত্রীকে।’
গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসেও সালমা ওসমান লিপি বেশ কিছু দিন অসুস্থ ছিলেন। দেশের ক্রান্তিলগ্নে অতীতের ধারাবাহিকতায় বর্তমানেও ঐতিহ্যবাহী ওসমান পরিবারের সালমা ওসমান লিপি, শামীম ওসমানসহ পরিবারের অন্য সদস্যরা প্রশংসনীয় ভূমিকা অব্যাহত রেখেছেন।
নারায়ণগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণের শুরুতে অসহায়দের পাশে যখন কাউকে পাওয়া যাচ্ছিল না, তখন থেকে সালমা ওসমান লিপি নারায়ণগঞ্জবাসীর জন্য কাজ করে যাচ্ছিলেন। করোনা সংকটে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ‘মমতাময়ী মা’ উপাধি পেয়েছেন সালমা ওসমান লিপি। করোনার প্রার্দুভাব শুরু হওয়ার প্রথম থেকেই তিনি কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন। করোনার ভয়াবহতায় মানুষের কাছাকাছি যেতে না পারলেও বিভিন্ন মাধ্যমে অসহায় মানুষের খোঁজ নিয়েছেন। অনেকে তাঁকে ফোন করেও তাদের অসহায়ত্বের কথা বলেছেন। তিনি সঙ্গে সঙ্গে সেই অসহায় মানুষের বাসায় স্বেচ্ছাসেবীর মাধ্যমে সহায়তা দিয়েছেন। কখনো সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্যারালাইজড রোগীকে আর্থিক সহায়তা, কখনো ক্যানসারে আক্রান্তের পাশে, কখনো আগুনে দগ্ধ পরিবারকে চিকিৎসা ও অর্থ সহায়তা। হাত বাড়িয়েছেন অসহায় খেলোয়াড়ের পাশে। জেলার অসংখ্য মানুষের উপকার ও সাহায্যে প্রকাশ্যে ও গোপনে মানবতার অনেক উদাহরণ সৃষ্টি করে লিপি ওসমান ‘মমতাময়ী মা’ উপাধি পেয়েছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
বিএনপি সরকার দুর্নীতিগ্রস্ত হলে আপনাদের দুই মন্ত্রী পদত্যাগ করেনি কেন: তারেক রহমান
একটি দল শুধু ঠকাচ্ছেই না, যারা মুসলমান তাদের শিরক করাচ্ছে: তারেক রহমান
ঢাকা-৯ আসনে ফুটবল প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা
আঙুল উঁচিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সতর্ক করলেন রুমিন ফারহানা





