avertisements 2

করোনার টিকা নিলেন রিজভী আহমেদ

করোনার টিকা নিলেন রিজভী আহমেদ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ জুলাই,সোমবার,২০২১ | আপডেট: ০৮:৩১ পিএম, ২৫ সেপ্টেম্বর,শনিবার,২০২১

Text

অবশেষে করোনা ভাইরাসের প্রতিরোধক ভ্যাকসিন নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৬ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) তিনি এ টিকা নেন।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটে বিএসএমএমইউ হাসপাতালে তিনি মডার্নার টিকা নিয়েছেন।

রিজভী বলেন, আমি কথা দিয়েছিলাম ভারতে উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকা নেব না। সেই কথা রেখেছি। আমি ভারতে উৎপাদিত টিকা নেইনি। নিয়েছি আমেরিকার তৈরি মডার্নার টিকা।

এর আগে গত ১৫ মার্চ এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, আমাকে অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছেন- আপনি টিকা নেবেন কি না? আমি বলেছি- ন্যায়সঙ্গতভাবে আমি যে টিকার বিরোধিতা করেছি, বাঁচি আর মরি ওই টিকা আমার শরীরে প্রবেশ করতে দেব না। আমি আমার কথা রেখেছি।

ওইদিন রিজভী আরও বলেন, আমি যতটুকু জানি, অন্য দু’একটি দেশে যেখানে ভারত টিকা দিয়েছে, সেখানে কিন্তু টিকা প্রয়োগ বন্ধ করে দিয়েছে। নতজানু সরকার থাকলে, আত্মসমর্পণকারী সরকার থাকলে তারা এগুলোর কিছুই পরোয়া করে না। তারা প্রহসন করছে।

এরপর শারীরিকভাবে অসুস্থ রিজভী ১৭ মার্চ রাজধানীর পপুলার হাসপাতালে সিটি স্ক্যান করতে গেলে করোনা টেস্টের জন্য নমুনা দেন। সেই রিপোর্টে করোনা পজিটিভ আসে তার। দীর্ঘ একমাস পর তিনি করোনামুক্ত হন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2